সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকা, বাংলাদেশ** আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত সকল শর্তাবলীর সাথে সম্মতি প্রদান করছেন। দয়া করে ওয়েবসাইট ব্যবহারের আগে সম্পূর্ণ নথিটি মনোযোগ দিয়ে পড়ুন। ১. ওয়েবসাইট ব্যবহারের অনুমতি এই ওয়েবসাইট শুধুমাত্র শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সাধারণ দর্শনার্থীদের তথ্য জানার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। কোনো বেআইনি, ক্ষতিকর, বিভ্রান্তিকর বা অনৈতিক কার্যকলাপের জন্য এই ওয়েবসাইট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ২. তথ্যের সঠিকতা ও আপডেট ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য নিয়মিত আপডেট করার চেষ্টা করা হয়। তথ্যে অপ্রত্যাশিত ভুল বা অসম্পূর্ণতা থাকলে স্কুল প্রশাসন দায়বদ্ধ থাকবে না। একাডেমিক নোটিশ, ভর্তি তথ্য, ফলাফল বা অন্যান্য তথ্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ৩. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (Copyright) ওয়েবসাইটের সকল লেখা, ছবি, ভিডিও, লোগো, গ্রাফিক্স, নোটিশ এবং কনটেন্ট স্কুলের নিজস্ব সম্পত্তি। প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া এগুলো কপি, ব্যবহার, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। ৪. ব্যবহারকারীর দায়িত্ব ওয়েবসাইট ব্যবহার করার সময় সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ওয়েবসাইট বা সার্ভার ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো ধরনের হ্যাকিং, স্প্যামিং, ম্যালওয়্যার ছড়ানো বা অন্য কোনো ক্ষতিকর কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবহারকারী নিজ কার্যকলাপের জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। ৫. তৃতীয় পক্ষের লিংক ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। ঐ লিংকে প্রবেশ করার পর তাদের নিজস্ব Terms & Conditions প্রযোজ্য হবে। বাহ্যিক লিংকের কনটেন্ট বা নিরাপত্তা বিষয়ে সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজ দায়ী নয়। ৬. অনলাইন ফর্ম ও পেমেন্ট (যদি প্রযোজ্য হয়) ভর্তি, যোগাযোগ বা অন্যান্য উদ্দেশ্যে জমাকৃত অনলাইন ফর্মের তথ্য সঠিক হওয়া বাধ্যতামূলক। অনলাইন পেমেন্ট সিস্টেম তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হতে পারে, এবং সেই পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা নীতিমালা তাদের নিজস্ব। ৭. ওয়েবসাইট সেবা প্রাপ্যতা রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সমস্যা বা আপডেটের কারণে ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। ওয়েবসাইট সবসময় নিরবচ্ছিন্নভাবে চলবে—এমন নিশ্চয়তা প্রদান করা হয় না। ৮. গোপনীয়তা ও ডেটা সংগ্রহ ব্যবহারকারীর ডেটা সংগ্রহ ও ব্যবহারের নিয়মাবলী আমাদের Privacy Policy অনুযায়ী পরিচালিত হয়। ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই নীতিসমূহে সম্মতি প্রদান করছেন। ৯. শর্তাবলীর পরিবর্তন স্কুল কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এই Terms & Conditions পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখে। পরিবর্তন হলে তা ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই কার্যকর হবে। ১০. যোগাযোগ এই Terms & Conditions সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুনঃ সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঠিকানা: ১৯/২, শেখ সাহেব বাজার রোড, আজিমপুর ছাপড়া মসজিদ এর দক্ষিণে, লালবাগ, ঢাকা-১২০৫ মোবাইল: 01972141870 ইমেইল: safiridealcollege@gmail.com
