সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিতে ২০,০০০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান
২০২৩-২৪ শিক্ষাবর্ষে সাফির আইডিয়াল কলেজ এ একাদশ শ্রেণিতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় অনলাইনে ভর্তি ফরম পূরণ ও ভর্তি চলছে। সাইফি ফাউন্ডেশন কর্তৃক ভর্তি হওয়া প্রথম ৫০ জন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। EIIN: 137786, College Code: 1274.
****************************************
এইচ.এস.সি ২০১৮ পরীক্ষায় পাসের হার অনুযায়ী লালবাগ থানায় তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠান।
অভিজ্ঞ সহকারী অধ্যাপক ও প্রভাষকমন্ডলী দ্বারা পরিচালিত। প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক।
প্রতিদিন Feed Back (F. ক্লাসের মাধ্যমে পড়া আদায় করা হয়। কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। সিমেস্টার পদ্ধতি অনুযায়ী পাঠদান।
সার্বক্ষণিক নিজস্ব জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা। Wi-Fi ক্যাম্পাস। CCTV ক্যামেরা এবং নিরাপত্তারক্ষী দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ। ডিজিটাল হাজিরার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এসএমএস প্রদান।
মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রজেক্টর এর মাধ্যমে লেকচার প্রদান ও শিক্ষা বান্ধব পরিবেশ এ পাঠদান।
সাইফি ফাউন্ডেশন (শিক্ষা সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান) কর্তৃক পরিচালিত।
অনলাইন পছন্দক্রমে যে কোন কলেজ চয়েস দেয়ার পূর্বে সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস ঘুরে দেখে ও সকল সুযোগ-সুবিধাসমূহ সম্পর্কে অবগত হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি।
নোট: ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত সময়ে নির্দিষ্ট প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চলবে। এছাড়াও কলেজের ওয়েবসাইট ও অফিস থেকে ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।
সাফির আইডিয়াল স্কুল এন্ড কলেজ
স্কুল কোড-1433, কলেজ কোড- 1274, EIIN: 137786.
১৯/২, শেখ সাহেব বাজার রোড, আজিমপুর (ছাপড়া মসজিদের দক্ষিণে), লালবাগ, ঢাকা-১২০৫
Web: www.safir.edu.bd, Email: safiridealcollege@gmail.com
ফোন: 02-223367104